সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিটনেস সংক্রান্ত একমাত্র সংগঠন "সাস্ট ফিটনেস কাব" এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
![]() |
ছবি: সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক ©️দ্যা ডেইলি এডুকেশন বিডি। |
লোক প্রশাসন বিভাগের মো. আবু রাকিব হাসনকে সভাপতি এবং রসায়ন বিভাগের আরাফাত আহমেদ সজীবকে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রকিবুল ইসলাম রুবেল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মুক্তার হোসেন রক্সি ও মেহেদী হাসান দায়িত্ব পালন করবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজীব আহমেদ।
কমিটির অন্যরা হলেন, কোষাধ্যক্ষ জান্নাতুলন ফেরদৌস, সহকারী কোষাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওন আকন্দ,সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আলম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান জিলন,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পূর্ণিমা আক্তার মীম।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন শফিকুল ইসলাম, আসিফ আহমেদ ও মো. দিনার হোসেন।
নতুন দায়িত্ব পাওয়া নিয়ে ক্লাবটির সভাপতি আবু রাকিব হাসান বলেন, "নতুন দায়িত্ব সবসময় রোমাঞ্চকর এবং আনন্দদায়ক। আমাদের শাবিপ্রবিতে ফিটনেস সংক্রান্ত একমাত্র ক্লাব হিসেবে সাস্ট ফিটনেস ক্লাব শিক্ষার্থীদের মানসিক ও শারিরীক ফিটনেস উন্নতিতে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতে আমরা আমাদের কর্মপরিসর আরো বাড়াবো। এবং সকলকে সাথে নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে সাস্ট ফিটনেস ক্লাবকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।"
নতুন কমিটি এবং সাস্ট ফিটনেস ক্লাবের যাত্রা উপলক্ষ্যে শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজি বিভাগের অধ্যাপক এবং সাস্ট ফিটনেস ক্লাবের উপদেষ্টা ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "শাবিপ্রবিতে ফিটনেস সংক্রান্ত সংগঠনের অভাব পূরণ করেছে সাস্ট ফিটনেস ক্লাব। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে কাজ করে যাচ্ছে। অল্প সময়ে ব্যাপক উন্নতি সাধন করেছে,যা অবশ্যই প্রশংসনীয়। ফিটনেস ক্লাবের কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন,আশা করি তারা ক্লাবের উন্নতির ধারা অব্যাহত রাখবে।"