Type Here to Get Search Results !

হলের সিট বন্টন নিয়ে বেরোবিতে দুই বিভাগের সংঘর্ষ..

হলের সিট বণ্টনকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস বিভাগ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।


ছবি: বেরোবিতে সংঘর্ষ©️দ্যা ডেইলি এডুকেশন বিডি 


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।


ত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেরোবির বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল সুমনের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শুভর সঙ্গে সিট পুনঃবণ্টন নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে হলে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিষয়টি মীমাংসা করতে গিয়ে এক পক্ষের হয়ে কাজ করতে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন। তাকে বিভাগের শিক্ষার্থীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


এদিকে এ সংবাদ ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল একে অপরের বিরুদ্ধে নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে সংঘর্ষ লিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করেন।

 

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।এবং প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। জড়িতদের মধ্যে কাউকে ছাড় দেওয়া হবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.