Type Here to Get Search Results !

শহীদ আবু সাঈদের সমাধিতে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন..

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের জুলাইয়ে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 


ছবি: শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন রাবি,বেরোবি এবং বাউবি উপাচার্য।


তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।


মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২৫) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। 


কবর জিয়ারত শেষে রাবি ও বাউবি উপাচার্য শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সাথে কথা বলেন। এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন। 


||বেরোবি প্রতিনিধি:মিনহাজুর রহমান মেহেদী 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.