Type Here to Get Search Results !

ইবিতে ফেলানি হত্যাকান্ডের বিচার চেয়ে বিক্ষোভ..

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফেলানি হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলন।

 

ছবি: ইবিতে ফেলানী হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ।

মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ বিকাল ৪:৪৫ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় শিক্ষার্থীরা, "দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা" স্লোগান দিতে থাকে। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার এসে শেষ হয়।


এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এবং সহ-সমন্বয়কগণ তাদের বক্তব্য রাখেন। 


সমন্বয়ক এস এম সুইট বলেন, "আমরা ফেলানি  হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।এখন আমাদের সাথে ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে ন্যায্যতার   ভিত্তিতে।ভারতের সাথে আমাদের পররাষ্ট্র নীতি হবে চোখে চোখ রেখে।আমরা আর ভারতকে প্রভু বা গুরু হিসেবে দেখতে চাই না।"


এছাড়াও তারা আক্ষেপের সহিত বলেন, "কাঁটা তারে শুধু ফেলানীর লাশ ঝুলানো মানে শুধু ফেলানীকে ঝুলানী নয়, পুরো বাংলাদেশের মানচিত্রকে কাটা তারে ঝুলানো।"


||ইবি প্রতিনিধি 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.