শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহের শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন, শাবিপ্রবি কর্তৃক আয়োজিত হয়েছে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। এতে শাবিপ্রবিতে অধ্যয়নরত ময়মনসিংহের নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
![]() |
নবীন বরণে উপস্থিত অতিথিবৃন্দ ©দ্যা ডেইলি এডুকেশন বিডি |
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন এফইটি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক , পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আজিজুল বাতেন এবং এফইটি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান সৌরভ ।
এছাড়াও ময়মনসিংহের প্রাক্তন ও বর্তমান সিনিয়র শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন রাহাত জামান, তোফায়েল আহমেদ, আরাফাত আহমেদ সজিব এবং সাব্বির রহমান।
![]() |
শাবিপ্রবির বুকে এক টুকরো ময়মনসিংহ © দ্যা ডেইলি এডুকেশন বিডি |
সংগঠনের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাজু’র সঞ্চালনায় নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে। এরপর অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নবীনদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। পরিশেষে, সংগঠনের বর্তমান সভাপতি মাহাবুল ইসলাম পবন তার সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান পাশাপাশি এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতি তৈরিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাকারিয়া ও মাইমুনা’র যৌথ সঞ্চালনায় শিক্ষার্থীরা আবৃত্তি, গান এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।
এই সফল আয়োজন নবীন শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের নতুন পরিবেশে একটি ইতিবাচক এবং আনন্দময় সূচনা এনে দিয়েছে।